
'শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের প্রমোশন আটকে রাখার অভিযোগ যবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে' শিরোনামে গত ২৪ আগস্ট বিডি২৪লাইভ-এ সংবাদ প্রকাশের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ ও আপগ্রেডেশন বোর্ড।
জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের একজন সহযোগী অধ্যাপকের ও পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের লেকচারার পদে স্থায়ী নিয়োগ সম্পন্ন হয়। কর্মচারীদের তিনটি- লিফট অপারেটর, বাসের হেল্পার ও বাবুর্চির আপগ্রেডেশনের মাধ্যমে যবিপ্রবিতে আপগ্রেডেশন সম্পন্ন হয়।
গত ২৪ আগস্ট বিডি২৪লাইভে প্রকাশিত সংবাদে বলা হয়, দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন বিভাগে কর্মরত ৫১ জন শিক্ষক, প্রায় ৪০ জন কর্মকর্তা ও ৮০ জনেরও বেশি কর্মচারীর আপগ্রেডেশন-প্রমোশন বোর্ড বন্ধ ছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের দায়িত্বপ্রাপ্তির পর থেকে আগস্ট পর্যন্ত কোন এক অদৃশ্য কারণে কোন আপগ্রেডেশন বোর্ড করেননি তিনি।
এছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা আইনে ডিউ ডেট থাকলেও যবিপ্রবিতে এমন আইন নেই। ফলশ্রুতিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর