জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্য ও অবজ্ঞার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
ঘোষিত মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইসমাইল হক যৌথভাবে এ কর্মসূচির আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর