
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর ভাঙা বাঁধ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব খৈলকুড়া এলাকায় ওই পরিদর্শনে যান তিনি।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। সেইসাথে ভাঙা বাঁধটি দ্রুত সময়ে মেরামতের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান। পরে বিদ্যালয়ে আশ্রয় নেওয়া গৃহহীন ৯ টি পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবার তুলে দেন।
ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ ও কৃষকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর