
শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
পরে বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক আলোচক শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
এ সময় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক ও ছড়াকার হারুনুর রশীদ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল ও বিশিষ্ট লেখক জ্যোতি পোদ্দার।
চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশবাদী সংগঠক শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুগনিউর ও রহমান মনি।
আলোচনা সভায় অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপন্যাসিক হাসান শরাফত, এমএইচ মুকুল, খালিদুজ্জামান মুক্তা, প্রভাষক আজাদ সরকার, নুরুল ইসলাম নাযীফ, ওমর ফারুক, রুমেল খান, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান লিটন, আবুল কালাম আজাদ, সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, মুসাব্বির মুরাদসহ অন্যান্য সুধী মহলের ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে শেরপুরের বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম নাযীফ এর সপ্তম প্রকাশনা কাব্যগ্রন্থ “সাকীয়ে কাউসার” এর মোড়ক উন্মোচন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর