
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুরের অভিযোগ হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে পৌরসভার একই ওয়ার্ডের শিমলাপল্লী গ্রামের কাঠমিস্ত্রী সোহরাব হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয় মন্দির কমিটির সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের স্থানীয় প্রতিনিধি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলের তাড়িয়াপাড়া এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাড়িয়াপাড়ার শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের ৭টি প্রতিমা তৈরি করে শনিবার রাতে রঙের কাজ শেষ করেন প্রতিমা নির্মাণ শিল্পীরা। গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন লোক মন্দিরে প্রবেশ করে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কালী, মহাদেব ও আশুরের সাতটি মূর্তির মাথা ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে প্রতিমা বিকৃতির ঘটনায় মন্দির কমিটির সদস্যরা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর মামুদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শঙ্কর লাল রায়, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাসুদ রানা দুলাল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মন্দিরের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অনার্সের শিক্ষার্থী অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।
তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন জানান, রবিবার শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান, দুর্গা মন্দিরের ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত হাবিবুর রহমান হাবিব নামে একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন বলেন, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এই ঘটনার পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর