
বরগুনা জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকটে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় কয়েক হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষার সকল কার্যক্রম মাত্র একজন টেকনোলজিস্ট দিয়ে পরিচালিত হচ্ছে। উপকূলীয় জেলা বরগুনায় ২৫০ শয্যাবিশিষ্ট এই একমাত্র সরকারি হাসপাতালটিতে দীর্ঘ দিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট সংকট থাকায় রোগীদের পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে এবং চিকিৎসা সেবায় নানা জটিলতা তৈরি হচ্ছে।
হাসপাতালের ল্যাবরেটরিতে মাত্র একজন টেকনোলজিস্ট সকল পরীক্ষা-নিরীক্ষাসহ রিপোর্ট তৈরি করছেন। এতে রোগীরা পরীক্ষার রিপোর্ট হাতে পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, বরগুনা জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের পদ পাঁচটি। অথচ সেখানে মাত্র দুজন কর্মরত আছেন; একজন ব্লাড ব্যাংকে এবং অন্যজন ল্যাবে দায়িত্ব পালন করছেন। বায়ো-কেমিস্ট্রি, সেনোলজি, সেল কাউন্টার, ইলেক্ট্রোলাইট মেশিন এবং রিপোর্ট তৈরি করা সহ প্যাথলজি বিভাগের সকল পরীক্ষা-নিরীক্ষার কাজ মাত্র একজন টেকনোলজিস্ট করছেন।
সরেজমিনে দেখা গেছে, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের দিয়ে রক্তের স্যাম্পল প্রসেসিং ও বিভিন্ন ধরনের টেস্ট করানো হচ্ছে। বরগুনা জেলা ডেঙ্গুর হটস্পট জোন হওয়া সত্ত্বেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম জানান, একজন টেকনোলজিস্ট দিয়ে তাদের সমস্যা পোহাতে হচ্ছে। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর