
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে আগামী ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা হয়।
একই আদেশে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রধান হিসেবে আগামী ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী মার্কেটিং বিভাগে দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক। অন্যদিকে অধ্যাপক ড. তানভীর আরিফ প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সঞ্চয়ের পর এবার গবেষণা ও প্রকাশনার দায়িত্বে যুক্ত হলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর