
বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে—এমন স্পষ্ট নির্দেশ সবার আগে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে কাউকে সংখ্যালঘু বলা যাবে না, সবাই সমান অধিকারভুক্ত নাগরিক। 'সবার আগে বাংলাদেশ' শিরোনামে সোমবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও পথসভায় এসব কথা বলেন বিএনপি মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
পুতুল বলেন, “তারেক রহমান সবার আগে আমাদের আদেশ দিয়েছেন বাংলাদেশ সবার জন্য। রাষ্ট্র একজন মুসলমানকে যে অধিকার দেবে, একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানও সেই একই অধিকার ভোগ করবেন। আমরা সবাই আগে বাংলাদেশি, পরে ধর্মীয় পরিচয়ে বিভক্ত। তারেক রহমানের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি হচ্ছে আমাদের জাতির জন্য দিকনির্দেশনা।” তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে এই আদেশ বাস্তবায়ন করা। একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।”
এর আগে দুপুরে ব্যারিস্টার পুতুল উপজেলার পাকা ইউনিয়নের গালিমপুর দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকারের বিষয়টি বিএনপির মূল নীতির অংশ। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৭টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ সময় তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
দয়ারামপুর বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে নেতাকর্মীরা স্লোগান দেন, নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বিএনপির নানা দিক তুলে ধরেন পুতুল। তিনি বলেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন। তিনি ফিরে এসে যেন একটি ঐক্যবদ্ধ, ক্লিন ইমেজের বিএনপি দেখতে পান সেদিকেই আমাদের নজর রাখতে হবে। আমরা প্রত্যেকে বিএনপির পতাকা হয়ে কাজ করব। যত বেশি আমরা সফল হব, বিএনপি তত বেশি শক্তিশালী হবে।”
এর আগে দুপুরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কর্মী সমাবেশ করেন তিনি। সেখানে পুতুল বলেন, “কোনো বিভক্তি নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। মাঠে মাঠে গিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাজার এলাকায় সাধারণ মানুষও শোভাযাত্রা ও পথসভায় অংশ নেয়। স্থানীয়রা জানান, তারেক রহমানের ঘোষণার মাধ্যমে তাঁরা আরও আশ্বস্ত হয়েছেন। তাঁরা মনে করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠা হলে দেশ আরও এগিয়ে যাবে এবং রাজনৈতিক বিভাজন কমে আসবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর