
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে ডাকাতির ঘটনায় মাহমুদুল হক নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আনোয়ার কবিরের আদালতে আসামি হুমায়ুন কবির জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
গ্রেপ্তার হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে। নিহত মাহমুদুল হক কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী গ্রামের নবী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ সাতজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ এজাহারভুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহত মাহমুদুল হকসহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজন বন্ধু মিলে দুই মোটরসাইকেলে সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং ঢালায় পৌঁছালে দুর্বৃত্তরা রশি টেনে তাদের মোটরসাইকেল থামায়।
পরে চারজনকে কুপিয়ে জখম করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর