
বরগুনা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-আস্থা প্রকল্পের সহযোগিতায় নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভার মূল বিষয় ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে করণীয় নির্ধারণ।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল সভায় সভাপতিত্ব করেন। জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য মনির হোসেন কামাল।
সভায় নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও যুব ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নাগরিক প্ল্যাটফর্ম এবং যুব ফোরামের সদস্যদের একত্রে কাজ করার আহ্বান জানান। এছাড়াও, প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত সকলের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনা দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর