
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মাখন এর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ইউপি সদস্যরা অনাস্থা জানিয়েছেন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বাকতা ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য মিলে অনাস্থা জানিয়ে উপজেলা সদরের হেলাল কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করেন।
ইউপি সদস্যদের পক্ষ লিখিত বক্তব্য পাঠ করে ৭ নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা জানান ৫ আগষ্ট তথা গনঅভ্যুত্থান পরবর্তী ইউনিয়ন পরিষদে কোন মিটিং ও রেজুলেশন হয়নি। তবুও এডিপি, টিআর, কাবিখা, কাবিটাসহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। লাখ লাখ টাকার এ প্রকল্পগুলো তদন্তের দাবী জানান তারা।
তিনি বলেন, রেজুলেশন বিহীন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি ১১ জন ইউপি সদস্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে যা বর্তমান সরকারের সাথে তামাশার শামিল।
সাংবাকিদের এক প্রশ্নের জবাবে ৬ নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তার ওয়ার্ড থেকে কম ভোট পাওয়ায় কোন উন্নয়নমূলক কাজ হয়নি। কাজের জন্য গেলে চেয়ারম্যান বলেন, যেখানে ভোট দেয় না সেখানে কাজ করে লাভ কি?। এসময় মেম্বাররা আরও বলেন, একজন মেম্বার ও চেয়ারম্যান মিলে দলীয় প্রভাব ও বল প্রয়োগ করে কোন ধরণের মিটিং ও রেজুলেশ না করেই ১৩ মাস ধরে ইউয়িন পরিষদ পরিচালনা করছেন। এতে করে মেম্বাররা তাদের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছেননা।
অনাস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, যে মেম্বাররা অনাস্থা জানিয়েছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলেও তারা আমাকে হয়রানি করেছেন। তারা ষড়যন্ত্রমূলকভাবে এ কাজগুলো করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর