
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের সাথে বেইমানী করে কিশোরগঞ্জ জেলায় এনসিপির যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' কমিটিতে গণহত্যাকারী দল আওয়ামী লীগের পূর্ণবাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুব শক্তির একটি দল।
জুলাই যোদ্ধা কিশোরগঞ্জের ব্যানারে সোমবার (২২ সেপ্টেম্বর) শহরের রাকুয়াইল স্কুলের পাশে জসিম কন্ট্রাক্টরের বাসায় সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব-ওয়ারিয়র্স অফ জুলাই এর যুগ্ম আহ্বায়ক ও জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কিশোরগঞ্জ জেলা শাখার জাতীয় যুব শক্তি'র কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকদের পুনর্বাসন করতে অর্থের বিনিময়ে এই যুবশক্তি কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিতে মুখ্য সংগঠক মোঃ আমিনুল হক মাইজকাপন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের রানিং সভাপতি। তাকে এই কমিটিতে রাখা হয়েছে। আমিনুল হক আওয়ামী লীগের সময় বিভিন্ন কাজেকর্মে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও এই কমিটিতে আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুব লীগের আরো কয়েকজন কেও রাখা হয়েছে।
অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা না করা হলে ঢাকা বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম ঝলক তার বক্তব্যে বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, এনসিপির যুব সংগঠন 'জাতীয় যুব শক্তি'র' নবগঠিত কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি হয়েছে। এই কমিটিতে আমার নাম নাই এই জন্য যতটুকু আশ্চর্যবোধ হয়েছি তার থেকে আশ্চর্যবোধ হয়েছি এই কমিটিতে বেশিরভাগ আওয়ামী লীগের বড় বড় নামধারী এবংকি বড় বড় আওয়ামী লীগের আত্মীয়-স্বজনদের কেই ভাইটাল ভাইটাল পদ দেওয়া হয়েছে। যেমন কিশোরগঞ্জে যে যুবশক্তির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে যাকে আহ্বায়ক করা হয়েছে মোঃ মাহফুজুর রহমান সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি আরো বলেন, যে এই কমিটি দিয়েছে সে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠন আব্দুর রউফ। সে নিজেও ছাত্রলীগ ছিলো। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ছাত্রলীগের রাজনৈতিক এর সাথে জড়িত ছিল। সে নিজে এই কমিটিকে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। তার ভীতরে আওয়ামী লীগের টান আগে থেকেই আছে। তিনি আরো বলেন, আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই যদি তাদের মাধ্যমে যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগের পুনর্বাসন হয় তাহলে এর বিরুদ্ধে কিশোরগঞ্জে প্রতিরোধ গড়ে তুলা হবে। আমরা এনসিপির কাছে আহ্বান করি যে আওয়ামী লীগের ধূসর যে আব্দুর রউব যার মাধ্যমে এই কমিটি হয়ছে তাকে অনতিবিলম্বে বহিষ্কার করা হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক এস. এম রাজিব, ওয়ারিয়র্স অফ জুলাই কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শুভ, সদস্য মামুন মিয়া প্রমুখ। আর এই কমিটি অনতিবিলম্বে স্থগিত করা হোক। তা নাহলে আমরা কঠোর আন্দোলন করবো।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর