
শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদী থেকে উজান থেকে ভেসে আসা এক অজ্ঞাত মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর মরদেহটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। একইসাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর