
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসু সাধারণ সম্পাদক ও ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ সাক্ষরিত এক বিবৃতিতে ডাকসুর পক্ষ থেকে বলা হয়, "নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। ডাকসুর মতে, এই হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এক সতর্কবার্তা।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার কারণে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ডাকসু মনে করে, এই বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।
ডাকসু এ হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর