
নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত বছর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছবিতে ‘দ্য রেড জুলাই’ নামের একটি সংগঠন ডিম নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টিএসসি চত্বরে শেখ হাসিনার ছবিতে শিক্ষার্থীরা ডিম নিক্ষেপের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি , পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না এখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখনই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।
তিনি আরও বলেন, আজ আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ঢাকা কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার শাফি বলে, ‘কোনো ফ্যাসিস্ট দেশ বা দেশের বাহিরে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে এভাবেই আমরা প্রতিবাদ জানাব।’
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুবলীগের কর্মী মিজানুর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। সে সময় সেখানে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করেও কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর