
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফেসবুকের মাধ্যমে দলটি এ বিষয়টি নিশ্চিত করে। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গত সোমবার (২২ সেপ্টেম্বর) এ কমিটি অনুমোদন দেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে আব্দুল কাইয়ুমকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে শাহজাহান বসুনিয়াকে। অপর যুগ্ম সমন্বয়কারীরা হলেন শামীম সরকার, এস এম সুমন বিল্লাহ, জাহিদুল ইসলাম লাবু, জুলফিকার রহমান সৌরভ।
অন্য সদস্যরা হলেন আল মামুন রিফাত, শফিয়ার রহমান, লায়ন ইসলাম, পায়েল রহমান, মুসলিম খান, সাদ্দাম হোসেন রাসেল, আশিক আহমেদ, মিলন মিয়া, জোসেফ বসুনিয়া, জাকির হোসেন, ফারহাদ হোসেন, মেহেদী হাসান পায়েল, আসিফ বসুনিয়া, জামিয়ার রহমান, রাকিবুল ইসলাম, দেলোয়ারুজ্জামান, মামুন ইসলাম, আব্দুর রউফ, আখতারুজ্জামান, মুকুল হোসেন, ওমর ফারুক, আশরাফুল আলম, সুজন বিল্লাহ, নাঈম হোসেন, আবু মোস্তাইন, সুমন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৭৮ নং স্মারকের কমিটি গঠনের পত্রে জানানো হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ কমিটি অনুমোদন করা হলো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর