
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের মধ্যেই গাজায় ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শত শত প্রবাসী ফিলিস্তিনি, মানবাধিকার কর্মী ও শান্তিকামী মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের ব্যানারে লেখা ছিল — “Gaza Will Be Free”, “Fuck Israel”, “Palestine Liberation and Return”। তারা স্লোগান দেন গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে।
জাতিসংঘ সদর দপ্তরের চারপাশে এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। তবে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ নারী ও শিশু হত্যার জন্য ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। তারা জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার উদ্যোগ নেন এবং গাজায় অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করেন।
বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ফিলিস্তিনি সম্প্রদায় ও বিভিন্ন মানবাধিকার সংগঠনও অংশ নেয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জাতিসংঘের সামনের এলাকা, যা পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।
সর্বশেষ খবর