
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শয়ন শীল (১৯)-কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ধর্ষণের অভিযোগে শয়ন শীল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" এসময় সবাইকে শান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর