
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, আগামীদিনে বিএনপি জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে। এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য এবং বানচাল করার জন্য যে ষড়যন্ত্র চলছে ও অপশক্তি ভর করেছে জনগণ তা রুখে দিবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে চক্ষু রোগিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে সার্বজনীন চিকিৎসার কথা বলা হয়েছে। তারেক রহমানের নির্দেশ, বিএনপির নেতা কর্মীরা জনবান্ধব হতে হবে ও জনগনের কাছে যেতে হবে। আমরা যদি সমাজে কল্যাণকর কাজ করি তাহলে আমাদের এসব কাজকে সাধারন জনগণ সাধুবাদ জানিয়ে তারেক রহমান ও বিএনপির প্রতি সমর্থন জানাবে এবং পাশে থাকবে।
তিনি বলেন, ইতোমধ্যে দেখেছেন ভূয়া প্রচার-প্রচারণা হচ্ছে বিএনপি প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছে, এসব তথ্য বিভ্রান্তকর। বিএনপি তৃণমূলের সমর্থন নিয়ে প্রতিটি আসনে প্রার্থীতা চূড়ান্ত করবে। এবং জনগণের সিগনাল সাথে নিয়ে আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন হবে।
এরপর এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আসলামপুর ইউনিয়নের বদ্দার হাট এবং ওমরপুর ইউনিয়নের ভুঁইয়ার হাট, চৌমুহনী বাজার ও নজরুল নগর ইউনিয়নের সরদার বাজারে গণসংযোগ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর