
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতের ইসলামী মনোনিত প্রার্থী ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘৫৪ বছর এ দেশে সমস্ত রাজনৈতিক দল যে ভূমিকা নিয়েছে, তার মাধ্যমে জনগণ বার বার প্রতারিত হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেরকম বলেছিল দশটা হোন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমরা এ জাতীয় নির্বাচন চাই না। ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী সোচ্চার এ কারনেই একটি দল যদি ৩% ভোট পায় সে দলটিও সংসদে কার্যকর ভূমিকা রাখুক, পিআর পদ্বতি না হলে জনগণের সেই ভোট অকার্যকর হয়ে যায়। ‘সকল জনগণের ভোট যেন কাজে লাগে’। এসময় তিনি আরও বলেন শেখ হাসিনা দেশের উন্নয়ন, শিক্ষা, সাহিত্য সংস্কৃতিতে কোন ভূমিকা না নিয়ে, বিরোধী দলকে নিবৃত করতে ভূমিকা বেশি নিয়েছে’। গতকাল বুধবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমরা চাই জনগণ যেনো ভোটের মাধ্যমে তাঁদের নিরপক্ষ মতামত দিতে পারেন। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নেতা মো. ফজলুল হক শামিম, ডা. আব্দুর রাজ্জাক, আ. রউফ রাব্বানি, আ. মজিদ ও আ. খালেক।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর