
কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত চর বিশ্বনাথপুর ও পৌর এলাকার দ্বীপেশ্বরপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাজারজুড়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
দুর্বৃত্তরা বাংলালিংক সার্ভিস পয়েন্ট, সোহাগ মিয়া ও বিপ্লবের পানের দোকানসহ অন্তত ২০টি দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। ফুটপাতের হকারদের দোকানও এ হামলার শিকার হয়। ঘটনাস্থলে প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন ব্যবসায়ী মারধরের শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিশোরগঞ্জ থেকে সেনাবাহিনীর একটি টিম এসে পুলিশকে সহায়তা করলে রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বাজার এলাকায় বিক্ষোভ করেন। এসময় বাজারের জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকল ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
সকাল পৌনে ১১টার দিকে ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিতে এবং দোকান খোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
ওসি মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, “হোসেনপুরের মতো এত দাঙ্গা-হাঙ্গামা কোথাও দেখি না। ব্যবসায়ীদের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউএনও কাজী নাহিদ ইভার নেতৃত্বে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠক চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর