
মানিকগঞ্জে বাকি টাকা চাওয়ায় ব্যবসায়ী ও শিক্ষানবিস আইনজীবীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম খোকনের (৩৮) বিরুদ্ধে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের স্টেডিয়াম মোড় এলাকার ভুক্তভোগীর প্রতিষ্ঠান 'কর্নার ১৮০০' তে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মারুব হোসেন মালেক (৩৩) মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকার রহমত আলীর ছেলে। এবং অভিযুক্ত আরিফুল ইসলাম খোকন গড়পাড়া এলাকার রহমত আলীর ছেলে।
জানা গেছে, গত তিনদিন আগে মালেকের দোকান থেকে ১৬৫০ টাকা বিকাশের একটি পারসোনাল নাম্বারে পাঠান খোকন। টাকা চাইলে পরে দিব বলে সেদিনকার মত চলে যান। আজ পুনরায় বিকাশে টাকা পাঠানোর জন্য আসলে তার কাছে আগের দিনের টাকা চাওয়া হয় তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা অটোমেটিক চাকু দিয়ে পেটে ঘা দিতে থাকেন। মালেকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসতে শুরু করে এবং ঘটনাস্থল থেকে খোকন পালিয়ে যান। পরে আহত মালেককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মালেককে রেফার্ড করেন।
ব্যবসায়ী সোহানুর রহমান সাগর জানান, আরিফুল ইসলাম খোকন একজন মাদক সেবী। সে কোন ধরনের সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। বিকাশের বাকি টাকা তার কাছে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
চাঞ্চল্য এ ঘটনার পর অভিযুক্ত আরিফুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর