
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক বিতর্ক সম্পাদক মু. গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা ও মহব্বত দিয়ে। রাজনীতি একটি মহান কাজ। যদি নিজের চরিত্রকে ভুলে যাই, তবে আমার রাজনীতি করার দরকার নেই। দীর্ঘদিন আন্দোলন করার পর আমরা বিগত ৫ আগস্ট সফলতা অর্জন করেছি।
সেই ৫ আগস্টের পর একটি দল নতুন করে ফ্যাসিবাদ তৈরি করছে। ৫ আগস্টের আগের দাঙ্গা-হাঙ্গামার রাজনীতি মানুষ এখন পছন্দ করে না। আমাদের জামায়াতের আমির বলেছেন, কেউ যদি আমাদের গালি দেয়, তোমরা তার জন্য দোয়া করো। সে যেন নিজের ভুল বুঝতে পারে।
তিনি আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বারোমারী বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় এলে দেশ থেকে অভাব দূর হবে। দেশের মানুষ ঘরে বসে সকল নাগরিক সুবিধা ভোগ করবে। তিনি মহিলাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চাকরিসহ সকল কাজ করবেন, কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে মা-বোনেরা রাতের আধারে নির্বিঘ্নে চলাফেরা করবে। আমরা তাদেরকে নিরাপত্তা দেব। তিনি বলেন, এই দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। আমরা সবাই বাংলাদেশি—এই পরিচয়ে সবাই একসঙ্গে বসবাস করব।
এই পথসভায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক বিতর্ক সম্পাদক নেতা মু. গোলাম কিবরিয়া ভিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহাদত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের দপ্তর সম্পাদক আমিনুর রসুল, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আরিফ রাব্বানী।
এতে উপস্থিত ছিলেন নেতাকর্মীসহ ২নং নন্নী ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম, ৪নং নয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও সেক্রেটারি ডা. জয়নাল আবেদীন এবং পোড়াগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ক্বারী আব্দুল খালেক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর