
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১১৬ টি পূজা মন্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। এছাড়া আইন শৃংখলা রক্ষায় থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্য, আনসার সদস্য, স্বেচ্ছাসবক, মনিটরিং টিম, মোবাইল টিম সহ বিভিন্ন টিম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার আইনশৃংখলা সভায় এ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় সভাটি হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, নেসকোর সহকারী প্রকৌশলী জোনায়েদ মিয়া, পল্লী বিদ্যুত অফিসের সামসুদ্দিন জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মায়া বেগম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার দেবা, রেড জুলাইয়ের মোতালেব হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নীলফামারী জেলা সভাপতি একে উদার, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধি, প্রতিটি মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উপজেলায় এবার ১১৬ টি পূজা মন্ডবে শারদীয় উৎসব হবে। এর মধ্যে গুরুত্বপূর্ন ১৬ টি ও সাধারণ ১০০টি। গুরুত্বপূর্ণ মন্ডপে ৬ জন ও সাধারণে ৪ জন আনসার সদস্য থাকবে। এছাড়া থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্য, মোবাইল টিম, মন্ডপ কমিটির স্বেচ্ছাসেবক গ্রæপ, মনিটরিং টিমসহ বিভিন্ন টিম। এছাড়া বিদ্যুৎ, অগ্নি বিষয়ে সজাগ থাকার আহবান জানানো হয়।
সভায় অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জাকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব হবে। আইন শৃংখলা বাহিনী সব সময় আপনাদের পাশে থাকবে।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, সিসি ক্যামেরার আওতায় থাকবে সব পূজা মন্ডপ। যাদের সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সিসি ক্যামেরা সংযোগ দেয়ার আহবান জানান। এছাড়া আপনাদের প্রতিটি মন্ডপে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর দেয়া থাকবে যখন যার প্রয়োজন ফোন দিয়ে সেবা গ্রহণ করবেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর