
লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগ দুনিয়ার যেকোন প্রান্তে জামায়াত, বিএনপি, এনসিপি যাদের উপরেই আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায়ে দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের বিকল্প নাই।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পিনাকী ভট্টাচার্য বলেন, ‘আওয়ামী লীগ দুনিয়ার যেকোন প্রান্তে জামায়াত, বিএনপি, এনসিপি যাদের উপরেই আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায়ে দিবেন। আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই। বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের বিকল্প নাই।
গতকাল বিএনপি যেইভাবে মাঠে প্রতিরোধ করছে আওয়ামী লীগকে। তাদের ধন্যবাদ জানাই। জামায়াতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী মিছিল প্রতিরোধে। সর্বশক্তি নিয়া জুলাইয়ের মতো মাঠে থাইকেন। কেউ না আসুক একাই ধাওয়া দেন। দেখবেন আশেপাশে থেকে মানুষ আপনার পাশে দাড়াইতেছে।
আওয়ামী লীগের মিছিল দেখলে হাক দিবেন “ধর ধর” বলে একাই। সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাশী রাখেন। আওয়ামী মিছিল দেখলে বাশী বাজায়ে দোকান থিকা বাইর হইয়া লাঠি হাতে ধাওয়া দিবেন। নো মার্সি।
পাড়ায় পাড়ায় আওয়ামী প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। কমিটি করুন। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত, স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে এই উদ্যোগ নিন। আমরা আপনাদের সাথে আছি।’
রার/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর