
নড়াইল সদরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইমন মোল্যা (২০)। তিনি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উসমান মোল্যার ছেলে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মোটরসাইকেল যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজ্জাকের অসুস্থ ভাগ্নিকে দেখে দুই বন্ধু ইমন ও রাজ্জাক লাহুড়িয়ার ডহরপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। নড়াইল শহরের ধোপাখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ইমন ও রাজ্জাক ছিটকে পড়েন। এতে ইমন গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত ইমনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমনের মৃত্যু হয়। ইমনের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান জানান, ইমনের মাথায় আঘাত খুব বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর