
রাজবাড়ীর কালুখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। অবশেষে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন (৭৯৫/৭৯৬) নিয়মিত যাত্রাবিরতি শুরু হয়েছে কালুখালী রেলওয়ে স্টেশন জংশনে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো ঢাকাগামী স্বপ্নের বেনাপোল এক্সপ্রেস থামে কালুখালী রেলওয়ে স্টেশনে। এসময় স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ এ ঐতিহাসিক মুহূর্তকে স্বরণীয় করে রাখতে উপস্থিত হন।
প্রথম যাত্রাবিরতির দিনে ট্রেনযাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত ট্রেন পরিচালক শরিফুজ্জামান সহ সকল কর্মকর্তাদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, খোন্দকার মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা জামায়োতে আমীর মাওঃ আব্দুর রব, সেক্রেটারী, মোঃ আবু সাঈদ মোল্রা নিলু, কালুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম মন্ডল, শিক্ষক মাওঃ আঃ ওহাব, হানিফ খান, ঢাকা কলেজের সাবেক ছাত্রদলনেতা মোঃ আজমীর হোসেন খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাদশা খান, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হানিফ মন্ডল, রফিকুল ইসলাম রকি এছাড়াও কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান , রাকিবুল ইসলাম, আদম আলী, বোরহান উদ্দিন বিপ্লব, এনামুল মন্ডল সহ বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে নিয়মিতভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কালুখালী জংশন স্টেশনে থামবে। বুধবার ছাড়া প্রতিদিন দুপুর ১২টা ২৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি বিকেল ৫টা ১০ মিনিটে কালুখালী পৌঁছাবে। অপরদিকে রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে কালুখালীতে পৌঁছাবে।
স্থানীয়রা জানান, বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা ভীষণ আনন্দিত। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর