
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার দাবি, এবার নির্বাচনের আগে নোংরামির মাত্রা আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেট সংগঠকদের কাছ থেকেও তিনি একই কথা শুনেছেন বলে জানান তামিম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনে খসড়া ভোটার তালিকার আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাধিকার থেকে বাদ পড়া গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সুপার লিগে খেলা সত্ত্বেও গুলশান ক্রিকেট ক্লাবকে ভোটার তালিকায় রাখা হয়নি। শুধু গুলশান নয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে আরও ১৫টি ক্লাবকে ভোটাধিকার থেকে বাদ দেয়া হয়েছে।
শুনানি শেষে সংবাদমাধ্যমের সামনে এসে তামিম বলেন, আমি নির্বাচন কমিশনকে বলেছি, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, ক্রিকেটের ব্যাপার। অনেক সময় আইনকানুনের বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে হয়। এখানে ৩০০ ক্রিকেটার এবং তাদের পরিবার জড়িত। তাই খুব বুঝেশুনে, সঠিক সিদ্ধান্ত নিন।
ক্লাবগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, কোন ক্লাবের ঠিকানা কোথায়, সেটা বড় বিষয় নয়। আসল বিষয় হলো, এই ক্লাবটা হঠাৎ গজিয়ে ওঠা কোনো প্রতিষ্ঠান নয়। এদের ইতিহাস আছে, আর্থিক রেকর্ড আছে।
এসময় নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তামিম। তার ভাষায়, এটা নির্বাচনের একটি পক্ষকে দুর্বল করার জন্যই করা হচ্ছে, এটা সবাই জানে। জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণের জন্য ৩০০ ক্রিকেটারের জীবন নিয়ে খেলা শুরু করেছেন আপনারা।
বিসিবির ইতিহাসে এমন অবস্থা আগে কখনও হয়নি দাবি করে তামিম বলেন, আমি সিনিয়রদের থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে এত নোংরামি আগে কখনো দেখা যায়নি। যা করছেন, সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতেও এই দৃষ্টান্ত অনুসরণ করা হবে। তাই আমার অনুরোধ, সৎ পথে নির্বাচনটা আয়োজন করুন।
রার/সা.এ
সর্বশেষ খবর