
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর জেলা পুলিশ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার জানান, এবারের দুর্গাপূজায় জেলার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছয় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তিনি প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার আরও বলেন, দুর্গাপূজায় কোনো অপ্রতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। কোনো ব্যক্তি বা চক্র যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি সরকারি মালামালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা বিধান এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর