
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন চলাকালীন সংবাদ সংগ্রহ করতে যেয়ে দুর্বৃত্তদের হাতে আহত হওয়া দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে মাই টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ সারওয়ার হোসেন ও নন্দিত টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. জামাল হোসেনকে এই আর্থিক সহযোগীতা করা হয়।
এ সময় ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক ইত্তেফাক এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি রমজান শিকদার, দৈনিক প্রলয় এর নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম সহ ভাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গায় আন্দোলন চলাকালীন হঠাৎ কিছু সংখ্যক লোক ভাঙ্গা উপজেলা প্রশাসনিক ভবন, হলরুম, কৃষি অফিস, নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, অফিসার্স ক্লাব ভাংচুর করে ও অগ্নিসংযোগ করে। সাংবাদিকগণ ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তারা হামলার শিকার হন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর