
রাজবাড়ীর পাংশা পৌর শহরের মডেল জামে মসজিদের আন্ডারগ্রাউন্ড থেকে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এক সংঘবদ্ধ চোরের দল। পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার পাংশা মডেল থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম রনি (৩১), পিতা- মো. আ. মালেক সরদার, সাং-দক্ষিণ বিজয়পুর, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, এবং খোকন চন্দ্র মন্ডল (৩০), পিতা- রনজিত চন্দ্র মন্ডল, সাং- মাহিলারা, থানা- গৌরনদী, জেলা- বরিশালকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, বরিশাল জেলার গৌরনদী থানাধীন মাহিলারা বাজার সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পার্শ্বে অবস্থিত খোকন মন্ডলের মোটরসাইকেল গ্যারেজ থেকে মামলার আলামত সাদা ও গোলাপী রঙের একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩, ইঞ্জিন নং- বিজিএ৫-১৯২৮৬০, চেসিস নং- আরএমবিএল-ইডি১১এফ-১৪০১৩০০, যার মূল্য অনুমান ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
তবে পাংশা থেকে যারা মোটরসাইকেল চুরি করেছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর