
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন সমাজসেবক হাজী মো. ফরহাদ হোসেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের সকল পূজা মণ্ডপে তিনি এই সহায়তা প্রদান করেন।
হাজী মো. ফরহাদ হোসেনের পক্ষে একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের হাতে নগদ অর্থ পৌঁছে দেন। এ সময় তার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন ও মো. স্বপন মিয়া প্রমুখ। নগদ অর্থ উপহার পেয়ে পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতন ধর্মাবলম্বীরা হাজী মো. ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, হাজী মো. ফরহাদ হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন। ভবিষ্যতে তিনি সবসময় সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবেন।
উল্লেখ্য, হাজী মো. ফরহাদ হোসেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন। গাজীপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি সবসময় সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে থাকেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর