
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা।
সোমবার সকাল ৯টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের কাছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধ রবীন্দ্রনাথ দেবনাথ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসতে দেখে লোকজন তাঁকে সরে যেতে বললেও তিনি না সরে সেখানেই দাঁড়িয়ে থাকেন। লোকজন তাঁকে সরিয়ে দিলেও ট্রেন এলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মারা যান।
নিহতের ছেলে রতন দেবনাথ বলেন, সকালে বাড়ি থেকে রাগ করে বের হন বাবা। পরে খবর পাই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছেন।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজশাহীগামী টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর