
বরগুনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে নৌবাহিনী। আজ সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার আখড়াবাড়ি ও কালিবাড়ি, বদরখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন কন্টিনজেন্ট কমান্ডার, কমান্ডার আরেফিন ইবনে নাজিম। এ সময় তিনি আয়োজকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর