
মোঃ আসাদুজ্জামান, ১২ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতা এবং প্রচারণার উদ্দেশ্যে ইউনিসেফের সহযোগিতায় আজ বরগুনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করেন। জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ এবং উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মোঃ শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অনুষ্ঠান উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ সেলিম মাহমুদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ।
বরগুনা জেলায় পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি (৯ মাস থেকে ১৫ বছর) পর্যন্ত কমবয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত মোট ২ লক্ষ ৬৮ হাজার ৬৩৩ জনকে বিনামূল্যে এক ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর