
রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম শরিসা কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেছেন।
সোমবার উপজেলার শরিসা, মৌরাট ও কসবামাজাইল ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন, সার্বিক বিষয়ে খোজ খবর নেন। পুজারিদের সকল বিষয়ে খোজ খবর নেন তিনি। , একই সাথে রাজবাড়ী- ২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
পরিদর্শন কালে পাংশা উপজেলা পুজা পরিষদের সভাপতি প্রান্তোষ কুমার কুন্ডু, ডাক্তার ধীরেন্দ্রনাথ বিশ্বাস, নির্মল কুমার কুন্ডু, সরজিৎ কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের নেতা কর্মী ও পুজা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর