
বরগুনায় সোমবার রাত ৯ টায় শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা মন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের করেন বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলম। বরগুনা জেলা কেন্দ্রীয় আখরাবাড়ি পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সার্বজনীন আখড়াবাড়ী পূজা মন্ডপ পরিদর্শনকালে বরগুনা পুলিশ সুপার আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ অফিসার ইনচার্জ বরগুনা থানাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁর বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর