
বগুড়ায় র্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে। এ সময় হাতেনাতে আটক হয়েছেন এক মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর একটি দল শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকার হাকির মোড়ে অভিযান চালায়।
এ সময় স্থানীয় একটি দোকানে মদ বিক্রয়কালে আব্দুল জব্বার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুল করিমের ছেলে। ঘটনাস্থল থেকে ৫৫ বোতল কেরু মদ জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর