
এশিয়া কাপের ফাইনাল শেষ হলেও থামছে না বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনায় এবার নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তার বিস্ফোরক দাবি, ভারতীয় দল অপেক্ষা করলেও এসিসি কর্মকর্তারাই ট্রফি নিয়ে ‘পালিয়ে গেছেন’।
রোববার ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই ক্রিকেট বিশ্বে গুঞ্জন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা ভারত সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় দল।
তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণই মাঠের এবং খেলোয়াড়দের। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি।’
ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা মাঠেই দাঁড়িয়ে ছিলাম, ড্রেসিংরুমে যাইনি। দেখছিলাম, তারা (এসিসি কর্মকর্তারা) মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে গ্যালারি থেকে দুয়ো শোনা যায়। এরপরই আমি দেখি, একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল। সত্যি বলতে, ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে।’
এই ঘটনায় এসিসি বা মহসিন নাকভির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সূর্যকুমারের এই মন্তব্যের পর এশিয়া কাপের শিরোপা বিতর্ক যে আরও বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।
রার/সা.এ
সর্বশেষ খবর