
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এ নিয়ে নেটিজেনদের মাঝ থেকে শুরু করে টলিপাড়ায় বেশ গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে গুঞ্জনের মাঝে শারদীয় দুর্গাপূজার আনন্দ আর উৎসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত মুখার্জি।
শেয়ার করা ছবিতে দেখা যায় পূজা মন্ডপে বেশ মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এ জুটি। ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়িতে বেশ মানিয়েছে তাদের।
একে-অপরের দিকে তাকিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন। আবার সুস্মিতাকে ছবিও তুলে দিচ্ছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এ পরিচালক লিখেছেন, ‘শুভ সপ্তমী’।
এসব ছবি নিয়েও নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তাদের ধারণা সৃজিত মুখার্জি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে ধোয়াশা কাটিয়ে প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা কেউ কোনো কথা বলেননি।
রার/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর