
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে, চলমান অবরোধ কর্মসূচি আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করি। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কেবল আমাদের জুম্ম বোনের সম্ভ্রম রক্ষায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জুম্ম নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
গুইমারায় সংঘটিত অমানবিক ও নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে, গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আহুত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের নিকট ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আমরা ঘোষণা করছি যে, আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০০টা থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করা হলো।
এসময় প্রশাসনের কাছে উপস্থাপিত ৮ দফা দাবী যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ করা না হয়, তবে তারা পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানান বিজ্ঞপ্তিতে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর