
জাতীয় নিরাপদ সড়ক আন্দোলন (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে তিনি বাবার অসুস্থতার বিস্তারিত তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
জয় জানান, বছরের শুরুতে শারীরিক জটিলতায় ভুগতে থাকেন ইলিয়াস কাঞ্চন। কথা বলতে গিয়ে আটকে যাওয়া ও স্মৃতিভ্রংশের মতো উপসর্গ দেখা দিলে ৯ এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই রিপোর্টে মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা মত দেন, টিউমারের অবস্থান গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে হওয়ায় সরাসরি অপারেশন ঝুঁকিপূর্ণ হতে পারে।
পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার অস্ত্রোপচার করা হয়। তবে ডাক্তাররা ঝুঁকি বিবেচনায় টিউমারের পুরো অংশ অপসারণ না করে কেবল একটি অংশ অপসারণ করেন। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।
ডাক্তারদের পরামর্শ অনুযায়ী টানা ছয় সপ্তাহ সপ্তাহে পাঁচ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর আরও চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তার ছেলে জয়।
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর