
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বহিঃশত্রুর যেকোনো আক্রমণকে যুক্তরাষ্ট্র নিজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজন হলে কূটনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।
নির্দেশনায় কাতারকে যুক্তরাষ্ট্রের ‘অটল মিত্র’ আখ্যা দিয়ে বলা হয়, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান।
এর আগে দোহায় চালানো এক হামলায় কাতারের এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে ফোনে দুঃখ প্রকাশ করেন। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেটানিয়াহু এই ক্ষমা প্রার্থনা করেন।
বিশ্লেষকদের মতে, এ নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্র-কাতার সম্পর্ককে আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
সর্বশেষ খবর