
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে রানওয়েতে ডেল্টা এয়ারলাইন্সের দু’টি বিমানের সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) রাত ৯টা ৫৬ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় দু’টি বিমানই কম গতিতে ছিল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের ফলে একটি বিমানের অন্তত একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কমপক্ষে একজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর তোলা এক ছবিতে দেখা গেছে, একটি বিমানের সামনের অংশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুলিশের সাথে ক্রু সদস্য এবং যাত্রীদের টার্মাকে দেখা গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অভ্যন্তরীণ ব্যক্তিরা কয়েক মাস ধরে বিভাগের মধ্যে চাকরি ছাঁটাইয়ের সম্ভাব্য পরিণতি সম্পর্কে শঙ্কা প্রকাশ করে আসছিলেন। কারণ, এর ফলে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
কাটছাঁটের মুখে পড়া একজন কর্মচারী গত ফেব্রুয়ারিতে পলিটিকোকে বলেছিলেন, ‘আমাদের ছাড়া বিমান পরিবহন নিয়ন্ত্রকরা তাদের কাজ করতে পারবেন না।’
চলতি বছরের শুরুতে, রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে এক দুর্ঘটনায় ৬৭ জন নিহত হন।
সূত্র: ডেইলি মেইল
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর