
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নড়াইল জেলা সংগঠক এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান উজ্জল বলেছেন, অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যাই বলুক না কেন, আল্লাহর ইচ্ছায় তিনি যে ভোট পাবেন, আগামীতে তারা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না।
বুধবার (১ অক্টোবর) রাতে গোবরা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান উজ্জল আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে সহযোগিতা করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। আগামীতে আপনারা এনসিপি-র সঙ্গে থাকবেন, এনসিপি-ও আপনাদের সঙ্গে থাকবে।’
তিনি আবারও জোর দিয়ে বলেন, অন্য প্রার্থীরা যতই সাহস দেখাক বা যাই বলুক না কেন, আল্লাহর ইচ্ছায় আমরা যে ভোট পাব, আগামীতে তারা তার এক-তৃতীয়াংশ ভোটও পাবে না।
তিনি এনসিপি-র পক্ষে কাজ করার আহ্বান জানান এবং এ সময় পূজা মণ্ডপগুলোতে অনুদান প্রদানের ঘোষণা দেন।
নাজমুল হাসান উজ্জল কালিয়া বাজার থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দলের ২৪ দফা-সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় নড়াইল জেলা সংগঠক সাইদুর রহমান, কালিয়া উপজেলা সংগঠক ইয়াসিন আরাফাত মামুন, সিঙ্গাশোলপুর ইউনিয়ন সংগঠক জামাল শেখ, কলোড়া ইউনিয়ন সংগঠক সোহেল শেখ, ভদ্রবিলা ইউনিয়ন সংগঠক নুর ইসলাম, এবং জুলাই আহত যুদ্ধ শফিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর