
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। পরে সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদে জানা যায়- সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী ও শিশুসহ লোকজনকে করাচিপাড়া ঘাটের পাশের একটি ঘরে আটকে রাখা হয়েছে। খবরের ভিত্তিতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে ২১ জনকে উদ্ধার করে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর