
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মোঃ সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টের সামনে মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক মোঃ সোহান (২৭) রাজধানী ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে দুই বন্ধু মোঃ সোহান ও মোঃ শাকিল লামায় মাতামুহুরী নদীর সাদা পাহাড়স্থ হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে ২ জন পর্যটক রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এসময় পানির স্রোতে মোঃ সোহান নামে পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। তার সাথে থাকা মোঃ শাকিল (২৭) নামে আরেকজন সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হন।
এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা ফায়ার সার্ভিসের টিম। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। নিউজ পাঠানোর সময় পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ মোঃ সোহানের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর