
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫৮) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে নজিপুর-গগনপুর সড়কের গোড়হাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু মোটরসাইকেলে গগনপুর এলাকা থেকে নজিপুর আসার পথে গোড়হাড়িয়া নামক স্থানে গাছের গুঁড়ি বোঝাই একটি ভটভটি তাঁকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরিবারের কাছে হস্তান্তর করে।
হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা থানা বিএনপির সহ-সভাপতি, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ফুটবলার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, দলীয় অঙ্গসংগঠন এবং ক্রীড়াপ্রেমী মানুষসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনায় নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা সহ ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ মৃতের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। হাবিবুর রহমান মিন্টুর নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর