
যশোরের মণিরামপুরে পূর্বশত্রুতার জেরে তৃপ্তি মণ্ডল (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী শংকর মণ্ডল। নিহত তৃপ্তি মণ্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা অবনীশ মণ্ডলের স্ত্রী। অভিযুক্ত শংকর মণ্ডল একই গ্রামের মৃত মুকুন্দ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে তৃপ্তি মণ্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। সে সময় পূর্বশত্রুতার জেরে শংকর মণ্ডল দা দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
তৃপ্তির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত শংকর মণ্ডল কৌশলে পালিয়ে যান। পরে আহত তৃপ্তিকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তবে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিকেল ৫টার দিকে তৃপ্তি মণ্ডল মৃত্যুবরণ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শংকর মণ্ডলকে আটকের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর