
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা চলমান অবরোধ স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রেস বিবৃতি দেয় জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত "স্থগিত অবরোধ" কর্মসূচি প্রত্যাহার করা হলো।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এ নএসআ ই জেলা প্রধান, ডি জিএফ আই জেলা প্রধান, এনডিসি ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে "জুম্ম ছাত্র-জনতা"-এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা স্পষ্টভাবে তাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সেনা ও সেটলার কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।
জুম্ম ছাত্র-জনতা জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত "স্থগিত অবরোধ" কর্মসূচি প্রত্যাহার করা হলো।
এসময় অতি দ্রুত ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর, ব্যাপক ও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করারও হুমকি প্রদান করেছে বিবৃতিতে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর